নয় বছর পর মঙ্গলে যাবে মানুষ!


মঙ্গল গ্রহ নিয়ে বিজ্ঞানীদের কৌতুলের শেষ নেই। এই কৌতুহলের কারণে প্রায়ই গ্রহটি সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ করছেন বিজ্ঞানীরা। গ্রহটিতে প্রাণীর অস্তিত্ব আছে কী আছে না বা কেমন করে গ্রহটি মানুষের বসবাসের উপযোগিতায় নিয়ে আসা যায় ইত্যাদি। সম্প্রতি এ বিষয়ে নতুন তথ্য দিলো গবেষকরা।

তারা জানালেন, আগামী ৯ বছর পরই মঙ্গলে মানুষের পায়ের চিহ্ন পড়বে। নাসার একদল গবেষক জানিয়েছেন এই তথ্য। এছাড়াও গ্রহটিতে প্রাণীর বসবাস আছে বলেও জোড়ালোভাবে মন্তব্য করেছেন তারা।

কিছুদিন আগে মঙ্গলের উদ্দেশ্য রোবট পাঠায় নাসা। এই রোবটটিই সেখানে পৌছে কিছু ছবিও পাঠিয়েছে। যার মাধ্যমে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার বিষয়টি একপ্রকার নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

এছাড়াও রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেসেক্সের প্রধান এলন মাস্ক বলেন, আগামী নয় বছর পরেই মঙ্গলগ্রহে পা ফেলবে মানুষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড কনফারেন্সের এমনটি দাবী করেছেন তিনি। ২০২৪ সালের মধ্যে পৃথিবী মঙ্গলে মানুষ পাঠানোর মতো সক্ষমতা অর্জন করবে বলে মন্তব্য করেছেন ওই স্পেসেক্সের এই প্রধান কর্তা।

Post a Comment

 
Top