মানুষের দৈনন্দিন সুবিধার জন্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে নানা ধরনের অ্যাপ্লিকেশন। তার ধারাবাহিকতায় এবার তৈরি করা হলো শরীরের দুর্গন্ধ বিষয়ে খবর জানানোর বিশেষ অ্যাপ। যা বলে দেবে আপনার গায়ে কতটা দুর্গন্ধ রয়েছে এবং সে অনুযায়ী দুর্গন্ধনাশক প্রসাধনী ব্যবহারের বিষয়গুলোও জানিয়ে দেবে।
অ্যাপটি বাজারে এনেছে জার্মান ভিত্তিক প্রসাধনী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নেভিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে,এই অ্যাপ্লিকেশনটি আসলে অন্য আট দশটি সাধারণ অ্যাপের মতো নয়। এটি একটি বিশেষ ধরনের ফোন-কভার। যে কভারে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যেটি ইলেক্ট্রনিক উপায়ে গন্ধ নেয়ার কাজ করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, কোনো মানুষ ঘেমে যাওয়ার পর তার যদি শরীরের কোন স্থানে স্মার্টফোনটি নিয়ে যান তখনই অ্যাপটি জানিয়ে দেবে শরীরে কতটা ঘাম হয়েছে এবং তার শরীরে কতটা দুর্গন্ধ রয়েছে। পরে সেই গন্ধ অনুযায়ী সুগন্ধি ব্যবহারের পরামর্শ দেবে অ্যাপটি।
Post a Comment