ইতি রহমান

মেয়ে তুই বড় হচ্ছিস তনুর মতো
যৌবনকণ্টক,অধ্যবসায়
বাল্যকাল আর খেলার সময়
এখন সব কিছুতে ভয় হয়
তনুর মতো তকে না কবে আবার হারাতে হয়?

তুই নারী,
লজ্জা আচঁল তর ভোষন
পর্দাপুষিদা থাকা সত্ত্বেও
তার পরে ও তুই
জালিমদের চোখের শিকারকৃত
দেহ সজ্জাকরণ ভোগের আস্বাদন,
তকে সম্মান দিতে জানে না সমাজের কিছু লোকজন
সমাজ তো আমাদেরই সৃষ্টিধর
তাহলে কোন মায়ের চোখের আজ লজ্জা ছিনিয়ে এনে দিলি তুই জল
একটু ও কি ভেবে দেখেছিস দেহের লুটেরা
দুষ্টা নর পিশাচীর দল
তর ও মা আছে হতো ঘরে আছে যৌবনবতী বোন
তাহলে তুই কিসের নিশায় উম্মাত
দেহের পিপাসিতা তুই লজ্জা বুঝিস না
বুঝিস না সমাজপতি
শত কিছুর পরে ভুলে গেছিস ধর্মেরগ্লানি।

আজ হয়তো তনুর ধর্ষণ গায়ে
রক্তকোষ,
জাগিয়েছে আমাদের হৃদয়ের মাঝে শিহরণ
এই তনুর মতো শত ধর্ষিত ললনার আর্তনাদ
আমাদের অনলে ধ্বনিত্ব ন্যায় বিচার ঞ্জাপন করছে
যদি সুবিচার পাওয়া যায় তাহলে
তনুর মতো হারানো মায়ের কষ্টের গ্লানি কিছুটা দূরহিত হবে
তাই উচ্চকণ্ঠে বিচার চাই
ভয়স্কর ভাবনা থেকে মুক্তি চাই
আমি নারী,গর্ভধারিনী কোন ভোগের পণ্য নই
যেখানে সেখান হত্যা নয়
সীমানার দ্বারে সম্মান নিয়ে বাচঁতে চাই।

বিচার চাই সুষ্ট শান্তিকামী
আমি মেয়ে আমি নারী আমার ও বাচাঁর ইচ্ছা জাগে মনে
তনুর মতো অকাল ধর্ষিত মরন নয়।
২৩-০৩-২০১৬ইং

Post a Comment

 
Top